
মোঃআনজার শাহ
দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানে আইন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন অ্যাডভোকেট হাবিবুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ–যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ। সভাপতিত্ব করেন পত্রিকার সম্পাদক ও প্রকাশক আনোয়ার হোসেন আকাশ।
আইনজীবী হাবিবুর রহমান এলএলবি (অনার্স) ও এলএলএম সম্পন্ন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। তিনি বর্তমানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ–আইন বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আইনজীবী অধিকার পরিষদ, ঢাকা বার ইউনিটের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। জুলাই বিপ্লবে আইন পেশায় বিশেষ অবদান রাখায় তাকে সম্মাননা প্রদান করা হয়।
“এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬” শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে, ২৯ নভেম্বর ২০২৫, শনিবার বিকেল ৩টায়। বিভিন্ন শ্রেণি–পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তৃতা দেন এবং স্বাধীন সংবাদ পত্রিকার দীর্ঘ যাত্রায় অবদান রাখা সকলকে অভিনন্দন জানান।
আয়োজকদের মতে, দুই দশকেরও বেশি সময় ধরে স্বাধীন সংবাদ দেশের মানুষের সমস্যা, সম্ভাবনা এবং জাতীয় রাজনীতির বিষয়ে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশন করে পাঠকের আস্থা অর্জন করেছে। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন সেই আস্থার প্রতি এক ধরনের সম্মান প্রদর্শন।