স্টাফ রিপোর্টার :
ঢাকার ভাটারা থানার কুড়িল বিশ্বরোডে অবস্থিত কুড়িল লেক ভিউ আবাসিক হোটেলে দীর্ঘদিন ধরে মাদক, জুয়া ও নারী দেহ ব্যবসা চলছে। হোটেলের মালিক মোলহোতা হৃদয় গঙ্গরা। প্রশাসন থাকলেও কার্যক্রমে তদারকি নেই।
হোটেলে চলমান কর্মকাণ্ডের তথ্য পাওয়া যায় কার্ড থেকে, যেখানে হোটেলের ঠিকানা নেই, শুধু এলাকার নাম এবং ফোন নম্বর থাকে। ফোনে যোগাযোগ করলে ডিরেকশন দেওয়া হয়। হোটেলে গেলে আগে থেকে প্রস্তুত থাকা কয়েকজন পথ দেখায়।
উপরের তলায় ‘ভাই’ নামে এক ব্যক্তি বিভিন্ন বয়সের মেয়েদের সরাসরি প্রস্তাব দেয়। চার থেকে পাঁচ হাজার টাকায় সারারাত থাকা, নারী দেহ ব্যবসা ও অন্যান্য অফার করা হয়। তারা জানান, সব কার্যক্রম ম্যানেজ করা হয়, কেউ বাধা দেয় না।
কার্ডে উল্লেখিত নামগুলো মূলত দালাল। দালালরা কাস্টমারকে মেয়েদের কাছে পৌঁছে দেয় বা বাসায় সরবরাহ করে। শিশুরাও কার্ড বিলির কাজে যুক্ত থাকে। যারা মূলত দালালদের নিয়ন্ত্রণ করে তাদের নাম কেউ প্রকাশ করে না।
যুবকদের কথায়, প্রতিদিন এই কাজে যুক্তরা ৪–৫শ টাকা আয় করে। প্রয়োজনে বড় ‘ভাই’দের শেল্টারও দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল চৌধুরী; অফিস: ফিরোজ মার্কেট ২য় তলা, শাপলা চত্বর টেকনাফ। মোবাইল ০১৩২৩৯৩৫৮৬৬
দৈনিক ঢাকার অপরাধ দমন