
এটিএম মাজহারুল ইসলাম, ব্যুরো চীফ (কুমিল্লা):
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের চাকরিগত পদমর্যাদা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় ১০ গ্রেডে উন্নতির দাবিতে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষা বন্ধ ছিল।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ গ্রেড বাস্তবায়ন পরিষদের সদস্যরা।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে দেখা যায়, ঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালিত হয়েছে। তবে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে পরীক্ষা-নিরীক্ষা স্বাভাবিকভাবে চলছিল।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি চলাকালে রোগীদের রক্ত পরীক্ষা, এক্সরে, সিটি স্ক্যান ও এমআরআই করাতে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে এবং অনেক রোগী দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হন।
স্বাস্থ্যকর্মীরা দাবি করেছেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ও নার্সদের ন্যায় তাদের পদমর্যাদা ১০ গ্রেডে উন্নীত করা হলে পেশাদার মান উন্নয়ন এবং সেবা প্রদান আরও কার্যকর হবে।
সরকারি হাসপাতালগুলোতে কর্মবিরতি পালনের সময় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা বলেন, তাদের পদমর্যাদা বাড়ানো না হলে ভবিষ্যতেও আন্দোলনের পথ অব্যাহত থাকবে। এই কর্মসূচি স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান সমস্যা সমাধানে একটি সংকেত হিসেবে ধরা হচ্ছে। দীর্ঘদিন ধরে সরকারকে দাবি জানানো হলেও তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চলবে।
অন্যদিকে সাধারণ জনগণ জানিয়েছেন—স্বাস্থ্য সেবায় ব্যাঘাত ঘটায় তারা ভোগান্তিতে পড়েছেন, তবে স্বাস্থ্য কর্মীদের ন্যায্য দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে।
সমাবেশ শেষে পরবর্তী কর্মসূচি ঘোষণা করে নেতৃবৃন্দ বলেন—সরকার দ্রুত দাবি বাস্তবায়নের আশ্বাস না দিলে সারাদেশের ন্যায় চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।