
স্টাফ রিপোর্টার
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে চিটাগাং রোডের পাশে অবস্থিত ‘রিভারভিউ আবাসিক হোটেল’-এ প্রকাশ্যে চলছে মাদককারবার ও অসামাজিক কার্যকলাপ—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকার কথিত মাদক ব্যবসায়ী ‘বাবু’ এই হোটেলটিকে আবাসিক হোটেলের আড়ালে দিনরাত চালিয়ে আসছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকেই এখানে বিভিন্ন জায়গা থেকে আগত মাদকসেবী ও অপরিচিত নারী–পুরুষের আনাগোনা বেড়ে যায়। হোটেলের ভেতরে গোপন কক্ষে চলে ইয়াবা, গাঁজা ও অন্যান্য মাদক বিক্রি। এছাড়াও এখানে অসামাজিক কার্যকলাপও দীর্ঘদিন ধরে চালানো হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগী ও সাধারণ মানুষের।
অভিযোগ রয়েছে—হোটেলের এই অবৈধ কর্মকাণ্ডের পেছনে একটি প্রভাবশালী সিন্ডিকেটের সুরক্ষা আছে। ফলে কেউ মুখ খুললেও ভয়ের কারণে পরবর্তী সময়ে তা নিয়ে কথা বলতে চান না কেউই।
স্থানীয়রা প্রশাসনের জরুরি নজরদারি ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।