“চ্যালেঞ্জের পৃথিবীতে হালাল কন্টেন্টে অবিচল থাকুন” – শায়খ আহমাদুল্লাহ

রিপোর্টার: মোঃআনজার শাহ

ডিজিটাল যুগে হালাল কন্টেন্ট তৈরিতে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজিত ‘দি আর্ট অব ক্রিয়েশন’ কোর্সের প্রথম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আস-সুন্নাহ ফাউন্ডেশন অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার শায়খ আহমাদুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ, ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য আরিফুর রহমান, আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের সহকারী পরিচালক মাহফুজ বিল্লাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে শায়খ আহমাদুল্লাহ নিজের ভিডিও এডিটিং শেখার অভিজ্ঞতা শেয়ার করে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “বর্তমান পৃথিবী অত্যন্ত চ্যালেঞ্জের পৃথিবী। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য চ্যালেঞ্জটা আরও বেশি। এখানে প্রতিদিনই পরিবর্তিত পরিস্থিতির সাথে তাল মিলিয়ে চলতে হয়। না পারলে পিছিয়ে পড়া অবধারিত।”
তিনি বিশেষভাবে হালাল কন্টেন্ট তৈরির ওপর অবিচল থাকতে শিক্ষার্থীদের নসিহত করেন। ডিজিটাল মিডিয়ায় ইসলামি মূল্যবোধ বজায় রেখে কাজ করার গুরুত্ব তুলে ধরেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বক্তারা এই কোর্স চালু এবং এর চ্যালেঞ্জ ও ঝুঁকি সম্পর্কে বিশেষ স্মৃতিচারণ করেন। প্রশিক্ষকদের তরফ থেকে কোর্সটির কো-অর্ডিনেটর মুখতার আহমদ ও মোস্তাফিজুর রহমান পাভেল শিক্ষার্থীদের সাথে তাদের অভিজ্ঞতা ভাগ করে নেন।
অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ ছিল ফাউন্ডেশনের বিভিন্ন প্রকল্পের ওপর নির্মিত শিক্ষার্থীদের সেরা পাঁচটি ডকুমেন্টারি প্রদর্শনী। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী শিক্ষার্থীদের হাতে সনদ ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।
উল্লেখ্য, আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশে মানসম্পন্ন ইসলামি শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে। ‘দি আর্ট অব ক্রিয়েশন’ কোর্সটি ভিডিও এডিটিং ও কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী তরুণদের প্রশিক্ষণ দেওয়ার জন্য চালু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *