নেত্রকোণা প্রতিনিধি : নেত্রকোণায় বজ্রপাতে রাকিব হাসান (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতি ইউনিয়নের সাটিয়া গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত রাকিব হাসান ওই গ্রামের আব্দুল বারিক এর ছেলে। তিনি পেশায় ভাঙারির ব্যবসা করতেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, রাকিব হাসান ভ্যান গাড়ি নিয়ে বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে পুরাতন লোহা ভাঙা প্লাস্টিকসহ জিনিসপত্র সংগ্রহের ব্যবসা করতেন। প্রতিদিনের মতো আজ বুধবার বেলা পৌনে ১১টার দিকে বাড়ি থেকে তিনি ভ্যান গাড়ি নিয়ে বের হন। কিছু দূর গেলে হঠাৎ করে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। এ সময় বজ্রপাতে তার শরীর ঝলসে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নেত্রকোণা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।
নেত্রকোণা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন পুলিশ পাঠানো হয়েছে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মারা যাওয়া রাকিবের দাফন কাফনের জন্য পরিবারকে প্রাসনের পক্ষ থেকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল চৌধুরী; অফিস: ফিরোজ মার্কেট ২য় তলা, শাপলা চত্বর টেকনাফ। মোবাইল ০১৩২৩৯৩৫৮৬৬
দৈনিক ঢাকার অপরাধ দমন