
গত ৯ই আগস্ট ২০২৫ দৈনিক ঢাকার ক্রাইম পত্রিকায় ২০০০ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিল ৪৯ ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাদল শীর্ষক প্রতিবেদনটি আমার দৃষ্টিগোচর হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং অসত্য। আসলে ঐদিন এলাকাবাসী একটি বেগে মোড়ানো প্যাকেটে ইয়াবা উদ্ধার করে। সাধারণ জনগণের জটলা দেখে আমি সেখানে যাই। মাদকদ্রব্য উদ্ধার হয়েছে দেখে আমি প্রথমেই থানার এসি সাহেবকে ফোন দেই। তিনি ফোন রিসিভ না করায় আমি এসআই ফারুক সাহেবকে জানাই। ফারুক সাহেব জানান, রাত প্রায় ১টা ৩০ মিনিট হয়ে যাওয়ায় কাল সকালে এসে তিনি সেগুলো নিয়ে যাবেন। পরবর্তীতে আমি পরদিন আমার সভাপতি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যাত্রাবাড়ী থানার এসি সাহেবের কাছে সেই প্যাকেট জমা দিয়ে দেই থানায়। অথচ আমার প্রতিপক্ষ শত্রুরা, গাপটি মেরে থাকা আওয়ামী দোসররা, সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের ক্ষতি সাধনের চেষ্টা করছে। যা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে এই ধরনের কোনো অভিযোগ অদ্যবধি হয় নাই। আমি এই প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নিবেদক
সাইফুল ইসলাম বাদল
সদস্য সচিব, ৪৯ নম্বর ওয়ার্ড বিএনপি