
স্টাফ রিপোর্টার:-
সাম্প্রতিক সময়ে প্রাইমারি শিক্ষকদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে শিক্ষাবিদ ও সচেতন নাগরিকরা শিক্ষক নিয়োগে আমূল সংস্কার এবং মেধাবী শিক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। তবে বর্তমান পরিস্থিতিতে প্রাইমারি শিক্ষকদের দশম গ্রেড প্রদান যৌক্তিক নয় বলে মত প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
নিয়োগে স্বচ্ছতা ও যোগ্যতা নিশ্চিতকরণ,শিক্ষা সংস্কারকদের মতে, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করতে হবে এবং শুধুমাত্র যোগ্য ও মেধাবী প্রার্থীদের নিয়োগ দিতে হবে। এ প্রসঙ্গে তারা বলেন, “যারা টাকা দিয়ে শিক্ষক পদে চাকরি পেয়েছেন, তাদের জরিমানাসহ বহিষ্কার করে প্রকৃত মেধাবী শিক্ষকদের নিয়োগ দিতে হবে।”
শিক্ষকদের সম্মান ও বেতন বৃদ্ধির দাবি,সংস্কারপন্থীরা দাবি করেছেন, মেধাবী ও যোগ্য শিক্ষকদের বেতন এবং সামাজিক সম্মান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে হবে। তাদের মতে, এই দেশে শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তিদের কখনোই যথাযথ সম্মান দেওয়া হয়নি, যা জাতীয় উন্নয়নের অন্তরায়।
শিক্ষা ব্যবস্থার বর্তমান চিত্র,শিক্ষা ব্যবস্থার বর্তমান দুর্বলতা তুলে ধরে বিশ্লেষকরা বলেন, তোষামোদকারী এবং অযোগ্য শিক্ষকদের উপস্থিতি শিক্ষা ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। এমনকি এমন শিক্ষকও রয়েছেন যারা সঠিকভাবে বাংলা ও ইংরেজি পড়তে পারেন না। এই অযোগ্য শিক্ষকদের কারণেই শিক্ষা ব্যবস্থা আজ এই দুরবস্থার শিকার।
জাতীয় মুক্তির পথ,শিক্ষা সংস্কারকদের দৃঢ় বিশ্বাস, নিয়োগ প্রক্রিয়ায় মেধাবী ও যোগ্য শিক্ষক নিয়োগ দিয়ে এবং তাদের সর্বোচ্চ সম্মান ও ভাতা প্রদান করলেই জাতি প্রকৃত মুক্তির পথ খুঁজে পাবে। তারা বলেন, “শিক্ষাই জাতির মেরুদণ্ড। মেধাবী শিক্ষক নিয়োগ ও তাদের যথাযথ সম্মান প্রদান ছাড়া দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়।”
সরকারের ভূমিকা,এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে শিক্ষাবিদরা জরুরি ভিত্তিতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সংস্কার, দুর্নীতিবাজ ও অযোগ্য শিক্ষকদের চিহ্নিতকরণ এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিতকরণের আহ্বান জানিয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে এখনও কোনো সরকারি বিবৃতি প্রদান করেনি।