রাজধানীর বনানী এলাকায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপকে কেন্দ্র করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। অভিযোগ উঠেছে, আওয়ামী লীগের দোসর হিসেবে পরিচিত রবিন ও মোশারফ গঙ্গা দীর্ঘদিন ধরে বনানীর রাজিয়া ভবনের নিচতলায় এসব কার্যক্রম চালিয়ে আসছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বনানীর বাড়ি নং-৮২, রোড নং-১৭, ব্লক-ই, জাতীয় পার্টির কার্যালয়ের বিপরীতে অবস্থিত রাজিয়া ভবনের নিচতলা বহুদিন ধরেই অসামাজিক কার্যকলাপের কেন্দ্রস্থল হিসেবে পরিচিত। এলাকাবাসী অভিযোগ করছেন, এখানে রাতের পর রাত বিভিন্ন ধরনের অবৈধ কর্মকাণ্ড চলে, যা স্থানীয় শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করছে।
এলাকাবাসীর দাবি, এই কার্যকলাপের কারণে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ হারাচ্ছে। পরিবারের নারী-পুরুষরা নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং শিশু-কিশোররাও খারাপ পরিবেশের প্রভাবের মুখে পড়ছে।
অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের দোসর রবিন ও মোশারফ গঙ্গা তাদের রাজনৈতিক পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে প্রশাসনের চোখ এড়িয়ে এসব কার্যক্রম চালাচ্ছেন। এই আশ্রয়ে মাদক ব্যবসা, দেহ ব্যবসা এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড চলতে থাকায় পুরো এলাকাটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।
স্থানীয়রা জানান, “আমরা প্রতিদিন ভোগান্তিতে আছি। রাতের বেলা শব্দদূষণ, ঝগড়া-বিবাদ, অপরিচিত লোকজনের আনাগোনা—এসব কারণে আমাদের পরিবার নিয়ে নিরাপদে বসবাস করা কঠিন হয়ে পড়েছে।”
এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এবং বলেছেন, অবিলম্বে এই অসামাজিক কার্যকলাপ বন্ধ না করলে বনানীর সামাজিক পরিবেশ আরও ক্ষতিগ্রস্ত হবে। তারা আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি নিয়ে এলাকাবাসী ইতিমধ্যেই বিভিন্নভাবে উচ্চ পর্যায়ে অবহিত হয়েছেন, তবে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাদের দাবী, দ্রুত ও কড়া ব্যবস্থা নিলে বনানীর শান্তিপূর্ণ পরিবেশ পুনরায় প্রতিষ্ঠিত করা সম্ভব।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল চৌধুরী; অফিস: ফিরোজ মার্কেট ২য় তলা, শাপলা চত্বর টেকনাফ। মোবাইল ০১৩২৩৯৩৫৮৬৬
দৈনিক ঢাকার অপরাধ দমন