
স্টাফ রিপোর্টার:-
বরুড়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ থেকে বিদায় নেওয়া নু এমং মারমা মংকে আনুষ্ঠানিক বিদায় এবং নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে বরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে বরুড়া থানা প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠানে বরুড়া থানা প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার, সাধারণ সম্পাদক সুজন মজুমদার, সাংগঠনিক সম্পাদক নাসির হোসেন, প্রচার সম্পাদক সৌরভ লোধসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সদ্য সাবেক ইউএনও নু এমং মারমা মং তার দায়িত্বকালে অবৈধ দখল উচ্ছেদ, সরকারি জমি উদ্ধার ও অনিয়ম প্রতিরোধে একাধিক অভিযান পরিচালনা করেন। জনগণের অভিযোগে দ্রুত ব্যবস্থা গ্রহণের কারণে তিনি এলাকাবাসীর প্রশংসা অর্জন করেন।
শিক্ষা উন্নয়নেও তিনি বিশেষ ভূমিকা রাখেন। বিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনর্গঠন, ঝরে পড়া শিক্ষার্থীদের ফিরিয়ে আনা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন। স্থানীয় প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে আইনশৃঙ্খলা রক্ষায়ও তিনি কার্যকর ভূমিকা পালন করেন।
প্রেসক্লাবের সভাপতি সোহেল খন্দকার বলেন, “বরুড়ার উন্নয়ন ও জনসেবামূলক কাজে সাবেক ইউএনও নু এমং মারমা মং আন্তরিকতা, নিষ্ঠা ও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার সুদক্ষ নেতৃত্ব বরুড়াবাসীর মনে বিশেষ ছাপ ফেলেছে। আমরা তার ভবিষ্যৎ সাফল্য কামনা করি। পাশাপাশি নবাগত ইউএনও আসাদুজ্জামান রনিকে স্বাগত জানাই।”
সাধারণ সম্পাদক সুজন মজুমদার বলেন, “সাবেক ইউএনও আমাদের কাজে সবসময় সহযোগিতা করেছেন। নতুন ইউএনওর সঙ্গে একইভাবে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে উন্নয়নমূলক কাজে একসঙ্গে কাজ করতে চাই।”
সাবেক ইউএনও নু এমং মারমা মং বলেন, “বরুড়ার মানুষ অত্যন্ত আন্তরিক ও অতিথিপরায়ণ। এখানে কাজ করতে পেরে আমি গর্বিত। সাংবাদিকরা সবসময় ইতিবাচক সংবাদ পরিবেশনে পাশে ছিলেন, আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।”