মরহুম এ.কে.এম. আবু তাহের এমপি’র নামে নামকরণ হলেও দুই দশকেও স্থাপিত হয়নি ফলক

 

রিপোর্টার: আনজার শাহ

লালমাই-বরুড়া-জগতপুর ভায়া ঝলম-আড্ডা সড়ক এটি কুমিল্লার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়ক। দীর্ঘ এই পথের নামকরণ হয়েছিল প্রয়াত সংসদ সদস্য মরহুম এ.কে.এম. আবু তাহেরের নামে। সরকারের পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগ, সড়ক পরিবহন উইং থেকে ২০০৪ সালের ২ অক্টোবর এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি হয় (স্মারক নং: পিসি/টিএস/এস-২/সড়ক-৩১/২০০৩-৭১০)।

পরে ২০০৬ সালের ২৩ সেপ্টেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বরুড়া পৌরভবনের সামনে কলেজ রোডের মোড়ে সড়কটির উন্নয়নকাজের উদ্বোধন করেন এবং আনুষ্ঠানিকভাবে “মরহুম এ.কে.এম. আবু তাহের সড়ক” নামে ফলক উন্মোচন করেন।

কিন্তু দুই দশক পেরিয়ে গেলেও এখনো সড়কটির উৎসস্থল লালমাই প্রান্তে সরকারি ডায়াগ্রাম অনুযায়ী নামফলক স্থাপন করা হয়নি। ফলে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

এ প্রসঙ্গে বরুড়ার সোনাইমুড়ি গ্রামের সমাজসেবক মৌলভী মোঃ ইউসুফ যৌথ বাহিনী প্রধান (বরুড়া ও লাকসাম ইউনিট, কুমিল্লা) এর নিকট লিখিতভাবে আবেদন জানিয়েছেন। তিনি উল্লেখ করেন, “সরকারি নির্দেশনা ও প্রধানমন্ত্রীর উন্মোচনের পরও লালমাই অংশে নামফলক স্থাপন না হওয়ায় মরহুম আবু তাহের এমপির স্মৃতি উপেক্ষিত থেকে যাচ্ছে। এটি দ্রুত স্থাপন করা স্থানীয়দের দীর্ঘদিনের দাবি।”

চিঠিতে আরও বলা হয়েছে, সড়ক ও জনপথ বিভাগ, কুমিল্লা কর্তৃপক্ষ যদি দ্রুত নামফলকটি স্থাপন করে, তবে এটি শুধু ঐতিহাসিক দায় পূরণই হবে না, বরং মরহুম আবু তাহেরের অবদানের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন হবে।

স্থানীয় সূত্রে জানা যায়, মরহুম এ.কে.এম. আবু তাহের এমপি কুমিল্লা অঞ্চলের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে অনন্য ভূমিকা রাখেন। তার নামে নামকৃত এই সড়কটি এখনো জেলার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের মানুষকে রাজধানী ও অন্যান্য অঞ্চলের সঙ্গে যুক্ত রাখছে।

বরুড়াবাসীর পক্ষ থেকে আবেদনপত্রটি প্রেরণ করেছেন মৌলভী মোঃ ইউসুফ, পিতা:মৌলভী তাজুল ইসলাম, গ্রাম:সোনাইমুড়ি, ডাকঘর:সোনাইমুড়ি বাজার, উপজেলা:বরুড়া, জেলা:কুমিল্লা।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘ প্রতীক্ষার পর এবার হয়তো সড়কটির উৎসস্থল লালমাই-এ “মরহুম এ.কে.এম. আবু তাহের সড়ক” নামফলক স্থাপনের মধ্য দিয়ে ইতিহাসের সেই অসম্পূর্ণ অধ্যায়টি পূর্ণতা পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *