স্টাফ রিপোর্টার :
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন কুতুবখালী এলাকায় অবস্থিত আবাসিক হোটেল নিউ তাজ এখন রীতিমতো পরিণত হয়েছে অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার আড্ডায়। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলের আড়ালে চলছে নারী ও মাদকের অবাধ লেনদেন। এর পেছনে মূল হোতা হিসেবে হোটেলের দায়িত্বপ্রাপ্ত ম্যানেজার আশরাফকে চিহ্নিত করেছেন স্থানীয়রা।
স্থানীয় সূত্র জানায়, হোটেলটিতে দিন-রাত ২৪ ঘণ্টাই চলে অসামাজিক কর্মকাণ্ড। এতে এলাকায় বসবাসরত তরুণ সমাজ ধীরে ধীরে বিপথগামী হচ্ছে। একইসঙ্গে প্রতিদিন বসছে মাদকের আসর। কিন্তু প্রশাসনের চোখের সামনে এ ধরনের অপরাধ সংঘটিত হলেও এখনো কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকাবাসীর দাবি, কুতুবখালী মাদ্রাসার পাশে হওয়ায় শিক্ষার্থীরাও নেতিবাচক প্রভাবের ঝুঁকিতে রয়েছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন।
স্থানীয়দের একাংশ জানান, আশরাফের প্রভাবশালী মহলের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ থাকায় তাকে কেউ কিছু বলতে সাহস পান না। দীর্ঘদিন ধরেই এই হোটেলকে ঘিরে অপরাধের একটি দুষ্টচক্র বিস্তার লাভ করেছে।
যাত্রাবাড়ীর সচেতন মহলের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ ও বিশেষ অভিযান পরিচালনা করে হোটেলটিতে চলমান অসামাজিক কার্যকলাপ ও মাদক ব্যবসার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় না আনলে এলাকায় অপরাধের মাত্রা আরও বেড়ে যাবে।
সম্পাদক ও প্রকাশক: মোঃ সোহেল চৌধুরী; অফিস: ফিরোজ মার্কেট ২য় তলা, শাপলা চত্বর টেকনাফ। মোবাইল ০১৩২৩৯৩৫৮৬৬
দৈনিক ঢাকার অপরাধ দমন