সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি: স্বাধীন সংবাদের গুণীজন সম্মাননায় মো. সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার:-

দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত গুণীজন সম্মাননা অনুষ্ঠানে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করেন মো. সাইফুল ইসলাম। তিনি হাবিবুল্লাহ বাহার কলেজে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় রাজধানীর শিশুকল্যাণ মিলনায়তনে। আলোচনা সভা ও সম্মাননা পর্বে দেশের বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, সমাজ ও মানুষের কল্যাণে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, স্বাধীন সংবাদ পত্রিকা তারাই এই সম্মাননার মাধ্যমে সামনে তুলে ধরতে চায়।

প্রতিষ্ঠার ২২ বছরে স্বাধীন সংবাদ দেশের মানুষের কথা, সমাজের পরিবর্তন, এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে সামনে নিয়ে আসার যে অঙ্গীকার বজায় রেখেছে, এই আয়োজন সেই পথচলারই ধারাবাহিকতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *