সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে

নিউজ ডেস্ক:  প্রায় সাড়ে ছয় ঘণ্টা অবস্থানের পর শাহবাগ মোড় থেকে নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দেয়া হয়েছে। এ সময় নার্সিং শিক্ষার্থীদের সাথে পুলিশের হাতাহাতি ও ধস্তাধস্তি হয়।

বুধবার (১৪ মে) রাত ৮টার পরে শিক্ষার্থীরা সরিয়ে দেয়া হলে ওই এলাকা দিয়ে যান চালাচল শুরু হয়।

বুধবার দুপুর থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও সড়ক থেকে সরছিলেন না আন্দোলনকারী শিক্ষার্থীরা। একপর্যায়ে রাত সোয়া আটটার দিকে পুলিশ শিক্ষার্থীদের ঘিরে ফেলে এবং মূল সড়ক থেকে সরে যেতে বাধ্য করে। পুলিশ বলছে, অ্যাকশন নয় কৌশলেই তাদের সরিয়ে দেয়া হয়েছে।

এর আগে, বুধবার দুপুরে ডিপ্লোমা নার্সিংকে ডিগ্রির সমমানের একদফা দাবিতে জাতীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড় অবরোধ করে নার্সিং শিক্ষার্থীরা। এতে ওই এলাকা দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে রোগী, সাধারণ মানুষ ও অফিস ফেরত মানুষেরা চরম দুর্ভোগে পড়েন।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, দেশে নার্সিং পেশায় ডিপ্লোমাধারী নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা নার্সরা পেশাগত ও প্রশাসনিক ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। চার বছর মেয়াদি ডিপ্লোমা কোর্স সম্পন্ন করার পরও ডিগ্রিধারীদের মতো মূল্যায়ন না পাওয়ায় চাকরির ক্ষেত্রে অবহেলা ও বঞ্চনার শিকার হতে হচ্ছে। এ নিয়ে বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনও কার্যকর উদ্যোগ নেয়া হয়নি।

নিউজটি আপনার স্যোসাল নেটওয়ার্কে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *